বর্তমান সময় ফেতনায় পরিপূর্ণ। চারিদিক থেকে নানাবিধ ফিতনা আমাদের গ্রাস করে নিয়েছে। যেমন ভ্রান্ত আকিদার ফিতনা, আমলকেন্দ্রিক ফিতনা, নৈরাজ্যের ফিতনা, ক্ষমতাদখলের ফিতনা, নরহত্যার ফিতনা, নব্য চিন্তা মননের ফিতনা, শির্ক-কুফর-নিফাকের ফিতনা, নারী ও সম্পদের ফিতনা, বিক্ষোভ-আন্দোলন বিদ্রোহের ফিতনা-সহ আরও নানাবিধ ফিতনায় সয়লাব পুরো মুসলিম উম্মাহ। এরকম ফিতনাময় যুগে ফিতনা থেকে নিজেকে ও মুসলিম উম্মতকে বাঁচাতে ফিতনা বিষয়ক জ্ঞান অর্জন এবং তার যথোচিত প্রচার আমাদের সবার জন্যই জরুরি। ফিতনার সময় করণীয় কী, ফিতনায় অনুসরণীয় নীতিমালা কী প্রভৃতির মতো জরুরি বিষয়ে নিয়েই আমাদের এবারের পরিবেশনা ‘ফিকহুল ফিতান : ফিতনায় অনুসরণীয় নীতিমালা।
Reviews
There are no reviews yet.