হজ্জ ইসলামের রুকন সমূহের মধ্যে অন্যতম একটি রুকন। মহান আল্লাহ হজ্জের মধ্যে অনেক ফজিলত ও শিক্ষণীয় বিষয় রেখেছেন। হজ্জের ইবাদাতটি সম্পন্ন করতে হলে অনেকগুলো ফরজ, ওয়াজিব ও সুন্নত কাজ পালন করতে হয়। একটি ফরজ ছুটে গেলে হজ্জ বাতিল হয়ে যায়। কোন ওয়াজিব ছুটে গেলে ফিদ্ইয়া/দম দিতে হয়। প্রত্যেকটি ইবাদতের ন্যায় হজ্জের ক্ষেত্রেও সুন্নাত অনুযায়ী যাবতীয় কাজ সম্পন্ন করতে হয়। সুন্নাত অনুযায়ী কোন আমল না হলে তা মহান আল্লাহর দরবারে কবুল হয় না।nহজ ও ওমরাহর উপর লিখিত বই গুলো দীর্ঘ হওয়ায় হাজীগন মূল বিষয়গুলো হারিয়ে ফেলেন। সম্মানিত লেখক তাঁর হজ ও ওমরাহর অভিজ্ঞতার আলোকে অত্যন্ত সংক্ষেপে যা একজন হজ্জ ও ওমরাহকারীর না জানলেই নয়, ন্যূনতম যা জানা আবশ্যক তা অন্তর্ভুক্ত করে এ বইটি রচনা করেছেন।
Reviews
There are no reviews yet.