দু’টি কথা আল্লাহ রব্বুল ‘আলামীন মানবমন্ডলীকে সৃষ্টি করেছেন একমাত্র তাঁরই ইবাদতের জন্য। নির্দেশ দিয়েছেন কেবল তাঁরই দাসত্ব করতে। আর নিষেধ করেছেন তাঁর সাথে অংশীদার স্থাপন করতে। তিনি তাঁর পথে দাওয়াত দেওয়ার জন্য যুগে যুগে অসংখ্য নবী-রাসূল প্রেরণ করেছেন। প্রত্যেক নবী-রাসূলকে দায়িত্ব দিয়েছেন ‘কালিমাতুত তাওহীদ’ লা ইলাহা ইল্লাল্লাহ’ এর দিকে দাওয়াত দেওয়ার। কেননা তাওহীদ ছাড়া কোন আমল আল্লাহর নিকট কবুল হয় না এবং দ্বীনও টিকে না। আর আলেমরা নবী-রাসূলদের উত্তরাধিকারী। কাজেই আলেমদের দায়িত্ব তাওহীদের দাওয়াত প্রচারে ব্রতী হয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। ভুল পথে দাওয়াত দেওয়া থেকে বিরত থাকা। যাতে প্রত্যেকে তাওহীদ সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করে তার শর্তাবলী পালন করতে আন্তরিক হয়। আমলগুলো বিফলে না যায়। হে আল্লাহ! তাওহীদের আলোকে আমাদের জীবনকে আলোকিত করো। আমীন।
Reviews
There are no reviews yet.