এদেশের অধিকাংশ মানুষ আজ পীর-ফকির, অলি-আউলিয়া, গাউস-কুতুব, সুফি-দরবেশ, বুযুর্গ ও মুরুব্বীণে বিশ্বাসী। অথচ ইসলামের সোনালী যুগ, রাসুল (ﷺ) এর যুগ, খুলাফায়ে রাশেদীনের যুগ, তাবেঈদের যুগ, তাবে-তাবেঈদের যুগ এসব যুগের ইতিহাস পর্যালোচনা করলে সুফীবাদী পীর-ফকিরের চিহ্ন খুঁজে পাওয়া যায় না।nঅবশ্য জাহেলিয়াতের যুগে কিছু কিছু ধর্মযাজক বা পীর-দরবেশ থাকলেও ইসলাম আগমনের ফলে ঐ সবের বিলুপ্তি ঘটে। কিন্তু পরবর্তী যুগে কিছু মুসলিম নাম্বারের মাধ্যমে ইসলামে এসবের অনুপ্রবেশ ঘটে মাযহাবী সুফিদের কারণে।nঅত্র গ্রন্থে সম্মানিত লেখক সর্বপ্রথম আলোচনা করেছেন ওলীর পরিচয় কি? এবং ঈমানদারদের ওলী বা অভিভাবক কে? এরপর তিনি আলোচনা করেছেন, আল্লাহর পরিচয় অবস্থান, আকার, আকৃতি তাঁর মহান ক্ষমতা ও গুণাবলী। যা আজও অধিকাংশ মানুষের অজানা ও অচেনা রয়ে গেছে।nতারপর আলোচনা করেছেন আউলিয়া কে বা কারা? সত্যিই কি আওলিয়া নামক কোন মানব গোষ্ঠী পৃথিবীতে আছে? যদি থাকে তাহলে তাদের বৈশিষ্ট্য বা গুণাবলী কি?nতারপর আলোচনা করেছেন পীর-ফকির ওলি-আউলিয়ার উপর সত্য নির্ভর গঠনমূলক আলোচনা।
Reviews
There are no reviews yet.