ভ্রাতৃত্ব ও ভালোবাসা কী ?nভালোবাসা বা সহযোগিতা বলতে আমরা বুঝি, বিপদের সময় মানুষের পাশে দাঁড়ানোকে। অবশ্য মহানবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংজ্ঞাকে আরও বিস্তৃত করে দিয়েছেন। তিনি কী বলেছেন, তা একটু লক্ষ করুন-nانْصُرْ أَخَاكَ ظَالِمًا ، أَوْ مَظْلُومًا، قَالُوا: يَا اللَّهِ هَذَا نَنْصُرُهُ مَظْلُومًا فَكَيْفَ نَنْصُرُهُ ظَالِمًا قَالَ تَأْخُذُ فوق يديهn’তুমি তোমার ভাইকে সহযোগিতা করো, চাই সে অত্যচারী হোক কিংবা অত্যাচারিত হোক। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসুল, মজলুমকে আমরা সাহায্য করবো-এটি তো স্পষ্ট; কিন্তু জালিমকে কীভাবে সহযোগিতা করবো?nতিনি বলেন — তাকে তার জুলুম থেকে বাধা দেবে।
Reviews
There are no reviews yet.