দৃষ্টি সকল মনোচাহিদার মূল, দৃষ্টিই প্রত্যেক ভালো-মন্দের ভিত্তি ,যাতে মানুষ আকৃষ্ট।! “কুদৃষ্টি দুষ্টের মূল” কুদৃষ্টি মানুষকে তার দৃষ্টিশক্তি থাকা সত্ত্বেও অন্ধ বানিয়ে দেয়। কুদৃষ্টিই অবৈধ প্রেম-ভালোবাসা এবং যিনার মত ভয়াবহ গোনাহের প্রথম সিঁড়ি। হাফেজ ইবনুল কাইয়্যিম রহিমাহুল্লাহ বলেন, “দৃষ্টির তীর নিক্ষেপ করলে নিক্ষেপকারীই প্রথমে বৃদ্ধ হয়। কারণ দৃষ্টি নিক্ষেপকারী অন্য দৃষ্টিকে তার ক্ষতের ঔষধ মনে করে। অথচ তা ক্ষতকে আরও গভীর করে। দৃষ্টি নত করা সহজ কিন্তু দৃষ্টি দেওয়ার পরের তাড়নায় ধৈর্য ধরা কঠিন।”
Reviews
There are no reviews yet.