বর্তমান আমরা মুসলিমরা হাতে গুনা কিছু মানুষ ব্যতিত সবাই কোরআন থেকে বহু দূরে। আমরা না কোরআনকে বুঝি, না কোরআনকে বুঝতে চেষ্টা করি। বড় বড় আলেম-উলামা থেকে শুরু করে অনেকে বলে থাকেন যে- কোরআন বুঝা কঠিন কাজ। এ কথা শয়তানের এবং ইহুদী-নাসারাদের ব্রেইন ওয়াশ মূলক কথা। যদি একথা সত্য হয়, তাহলে তো সূরা কমারের চল্লিশ নাম্বার আয়াত মিথ্যা প্রতিপন্ন হয়ে যায়। আমরা এই মিথ্যা কথাকে সত্যের চেয়েও সত্য মনে করতে দ্বিধা করি না। অথচ আল্লাহ তায়ালা এই কোরআনের মাধ্যমেই সকল বিধি-বিধান বান্দাদের ওপর ফরয করেছেন। যা রাসুল্লাল্লহ সল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লাম হাতে-কলমে অর্থাৎ প্যাকটিকেল বাস্তব জীবনে আমল মানে কাজ করে করে সাহাবাদের শিখিয়ে গিয়েছেন। যাতে করে কেয়ামত পর্যন্ত তাঁর উম্মতরা এভাবে আমল করে দুনিয়া ও আখেরাতে সফলতার্জন করতে পারে।
Reviews
There are no reviews yet.