রমাদান মানেই প্রত্যেক মুমিনের অন্তরে অন্যরকম এক আনন্দের মাস। এ মাসে এমন একরাত ময়েছে যে রাত হাজার মাসের চেয়েও উত্তম! একরাত হাজার মাসের চেয়েও উত্তম! একরাত হাজার মাসের চেয়েও উত্তম! হ্যা! আপনি সত্যিটাই পড়ছেন। এটা আল্লাহ তায়ালার কথা। ইব্রাহীম আলাইহি ওয়াসাল্লাম থেকে মানুষের হায়াতের গড় কমতে শুরু করে বর্তমান সর্বোচ্চ ৬০/৭০ পর্যন্ত। তাও খুব কম। কিন্তু শেষ নবীর উম্মত হওয়ায় আল্লাহ তায়ালা এই ক্ষুদ্র হায়াতের মধ্যে প্রত্যেক মুমিনদের জন্য রমাদান মাসে একরাতের ইবাদত-বন্দেগীকে হাজার মাসের সমপরিমাণ সওয়াব দান। করে থাকেন। যা পূর্ববর্তী নবীদের উম্মতেরা কষ্ট করে ইবাদত-বন্দেগী করে অর্জন করত। অথচ শেষ নবীর উম্মত হওয়ায়: এক রাতের ইবাদত এক হাজার মাসের চেয়েও উত্তম! এ ছাড়াও রয়েছে হাজারো অফার। রমাদান মাস তো আল্লাহ তায়ালার পক্ষ থেকে মুমিন বান্দা-বান্দীদের জন্য বিশেষ অফারের মাস। দিন-রাত অফারে ইবাদতের সওয়াব বিলি করেন। যা আপনি গুনাহমুক্ত রমাদান” বইটিতে খোঁজে পাবেন। এমনকি রমাদানের মাসলা-মাসায়েল থেকে শুরু করে কিভাবে রমাদান কাটাবো
Reviews
There are no reviews yet.