“ফিরে দেখা ১৯৭১” বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃnজীবনের অনেকটা সময় সেনা ছাউনিতে কাটাতে হয়েছে। কোনােদিন বই লিখবাে- এটা ভাবনার মধ্যেই ছিল না। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়ে দীর্ঘ ৯ মাসের নানান অভিজ্ঞতা এক যােদ্ধা হিসেবে ভােলার নয়। বয়ে যাওয়া নদীর স্রোতের মতাে আমারও একদিন সময় ফুরাবে- সঙ্গে কালের গর্ভে হারিয়ে যাবে মুক্তিযুদ্ধে আমার সেসব দিনও। সম্ভবত আমার ছেলে আর নাতিদের কাছে বিষয়টি গ্রহণযােগ্য ছিল না। অনেকদিন থেকে তাদের বায়না আর আবদার মুক্তিযুদ্ধের দিনগুলাে যেন লিখে রাখি, বই আকারে হলে ভালাে হয়। কিন্তু সেনা ছাউনিতে জীবনের বেশির ভাগ সময় কাটানাে কোনাে সৈনিকের পক্ষে বই লেখাটা খুব সহজ বিষয় না। অবশেষে ছেলে আর প্রাণপ্রিয় নাতিদের কাছে এই সৈনিকের আত্মসমর্পণ। মূলত তাদের অনুপ্রেরণায় ‘ফিরে দেখা ১৯৭১’ বইটি প্রকাশ করা হয়েছে। বইটিতে মুক্তিযুদ্ধ চলাকালে আমার অংশগ্রহণ এবং কাছ থেকে দেখা বিচিত্র সব অভিজ্ঞতার বর্ণনা করার চেষ্টা করেছি মাত্র। বানান, ভাষা বিন্যাস বা শব্দ চয়নে নানান ত্রুটি-বিচ্যুতি থাকতে পারে। আশা করি, পাঠক এ বিষয়গুলাে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। ‘ফিরে দেখা ১৯৭১’ বইতে আমার মুক্তিযুদ্ধের অংশগ্রহণ ও কাছ থেকে দেখা ঘটনারপ্রবাহের পাশাপাশি প্রাসঙ্গিকভাবে মুক্তিযুদ্ধের নানান গবেষণালব্ধ তথ্য ও উপাত্ত উপস্থাপন করা হয়েছে। মুক্তিযুদ্ধ নিয়ে আগ্রহ আছে এমন অনেক দেশপ্রেমিক মানুষের কাছে বইটি কাজে লাগবে আশা করি।
Reviews
There are no reviews yet.