সাইয়িদ আবুল হাসান আলি নদবি রহ. এক জীবনে কতগুলো বই পড়েছেন? সংখ্যাটা সম্ভবত তিনি নিজেও বলতে পারবেন না। সব বই নিয়ে আলাপ করতে গেলে কয়েক খণ্ডের ভলিয়ম হয়ে যাবে। তাই তিনি কথা বলেছেন তার নির্বাচিত এমন কয়েকটি বই নিয়ে, যেগুলো তাকে বিশেষভাবে প্রভাবিত করেছে। জীবনে দাগ রেখে গেছে। চিন্তায় বিপ্লব এনেছে। বইয়ের প্রথম-দুটি রচনা এই বিষয়েই। শেষে একটি সাময়িকী থেকে পাঠানো কিছু প্রশ্নপত্রের জবাব উল্লেখ হয়েছে। তাতে বেরিয়ে এসেছে তার পাঠ-জীবনের আরও কিছু না-বলা গল্প।সেইসঙ্গে তরুণ সাহিত্যসেবীদের জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা। প্রত্যেক বইপ্রেমী, কিতাবপ্রেমী তালিবুল ইলমের জন্য বইটি অবশ্যপাঠ্য!
Reviews
There are no reviews yet.