জীবনের অনেকটা সময় তো পেরিয়ে গেল। গাছের পাতার রঙটা যেন কালচে হতে শুরু করেছে। কখন জানি ঝরে পড়ে যায়। ঝলমলে আলো ফুরিয়ে রাতের আঁধার যেন নামতে শুরু করেছে। অন্ধকার সাথে নিয়ে কতক্ষণই বা চলা সম্ভব? পথের দিকে চেয়ে দেখো চারপাশ সব অচেনা। হয়তো ভুল পথে চলছ। কিন্তু এভাবে আর কতক্ষণ ভুলপথে চলতে থাকবে?nতাই সময় এখনই পথ পালটে সঠিক পথে পা বাড়ানোর। রবের দেওয়া জীবন রবের ইচ্ছামতো চালানোর। দেখবে পথটা খুবই সুন্দর মনোমুগ্ধকর। সে পথ থেকে ফিরে আসতে মন চাইবে না। এমনি সুসজ্জিত স্নিগ্ধ পথ, জীবনের চলার গতিটাই বদলে দিবে। অন্ধকারে ছেয়ে যাওয়া রাত নতুন আলোয় রাঙিয়ে দিবে।nকখন তুমি ঘুরে দাঁড়াবে, ভুল পথ থেকে? কখন চলতে শুরু করবে তুমি সেই আলো ঝলমলে স্নিগ্ধ পথে? তোমার পানে যে রব চেয়ে রয়েছেন। তিনি যে তোমার অপেক্ষায় আছেন!
Reviews
There are no reviews yet.