আমাদের দীর্ঘদিনের চাওয়া বাজারে থাকা সবগুলো বক্তৃতা বইয়ের বাইরে অনন্য একটি বক্তৃতার বই উপহার দিতে। সময় ও বয়স অনুপাতে সহজ এবং সাবলীল। এরা যখন বেড়ে উঠবে, তাদের কেমন যোগ্য হয়ে উঠতে হবে; এ পরিপক্কতা তৈরির এটি অগ্রীম প্রয়াস মাত্র সিরিজটি। হাল যামানায় উদ্ভুত সমস্যাবলী অবগত ও সমাধান ইত্যাদি সম্পর্কে জ্ঞাত না হলে, অতীতের ধাঁচ আর ফজিলতে পড়ে থাকলে ভবিষ্যত প্রজন্ম বাতিলের সামনে দাঁড়ানোর আদৌ সাহস পাবে না।সহজ বিষয়, গোছালো বক্তৃতা, ছোট্ট ছোট্ট মুখস্তের উপযোগী আয়াত-হাদিস দিয়ে মাত্র ৩-৪ মিনিটের বক্তৃতা। নাম্বার পাওয়ার অধিক সহায়ক কৌশলের আলোকে রচিত। আয়াত-হাদিস, শের, উক্তি সবকিছুতেই হরকত দেওয়ার চেষ্টা করা হয়েছে। যাতে তাইসীর জামাত এবং গায়রে হাফেজদের জন্য সহজ হয়।nপরিশেষে রয়েছে, চমৎকার বিষয়ের সাথে মিল রেখে কিছু উপস্থাপনা ও বিদায়ী অনুষ্ঠান, স্বাগত বক্তব্যসহ নতুন কিছু।
Reviews
There are no reviews yet.