“আমি কেন হানাফী” বইটির সম্পর্কে কিছু কথা:nবই পড়ার অভ্যাস সেই শৈশব থেকে। দাওরায়ে হাদিসের বছর অবসর সময়গুলাে পার হতাে বাইতুন নূর মাদরাসার সমৃদ্ধ গ্রন্থাগারে। এতই বই পড়ার নেশা ছিল যে, লাইব্রেরির চাবির দায়িত্ব আমার কাছে রাখতাম। সামনে নতুন কোনাে বই পেলেই একটু নেড়ে চেড়ে দেখতাম। একবার উর্দু কিতাবের আলমারিতে ‘তাজাল্লিয়াতে ছফদার’, ‘রসায়েলে আমিন ছফদার’ ও ‘ফুতুহাতে ছফদার নামে কয়েকটি বই দেখলাম। বইগুলাে লিখেছেন পাকিস্থানের প্রসিদ্ধ আলেম মাওলানা আমিন ছফদার রহ.। তিনি ছিলেন পাকিস্থানের বিখ্যাত আলেম। জীবনভর তিনি হানাফি মাজহাবের হক্কানিয়াত এবং গায়রে মুকাল্লিদদের অসারতার প্রচার প্রসারে ব্যাপৃত ছিলেন। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলাে, তিনি সারা জীবন লা-মাজহাবিদের ভ্রান্ত মতবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছেন এবং ‘ওকিলে আহনাফ’, ‘মুনাজেরে আহনাফ’ প্রভৃতি খেতাব পেয়েছেন সেই তিনিই প্রথম জীবনে গোঁড়া লা-মাজহাবি ছিলেন। হানাফি মাজহাবকে মনেপ্রাণে ঘৃণা করতেন। হানাফি মাজহাবের বিরুদ্ধাচরণের কোনাে সুযােগই হাতছাড়া করতেন না।nবিষয়টি জানার পর থেকেই কৌতূহল জাগল তার জীবনের এই বৈপ্লবিক পরিবর্তন সম্পর্কে কিছু জানার। কিন্তু কিভাবে জানব তার আঁধার থেকে আলাের পথে আসার ঘটনা? তার লা-মাজহাবি থাকাকালীন অবস্থা এবং হানাফি হওয়ার রহস্য জানতে অনেক চেষ্টা করেছি কিন্তু কোথাও পাইনি। অবশেষে আল্লাহ তাআলার কী ইচ্ছা! কিছুদিন পূর্বে একটি উর্দু বইয়ের সন্ধান পেলাম। নাম ‘ম্যায় হানাফি কেইসে বনা’? মাওলানা আমিন ছফদার রহ. এর রচিত গ্রন্থ এটি। এ বইয়ে তার লা-মাজহাবি থেকে হানাফি হওয়ার কাহিনি তিনি নিজেই লিখেছেন।
Reviews
There are no reviews yet.