অনুবাদ: মুবাশশির বিন মিল্লীnসম্পাদনা: সদরুল আমীন সাকিবশিয়াবিরোধী অথবা তাদের পক্ষাবলম্বনকারী যে-কারও সমালোচনা করার পূর্বে আমাদের এ বিষয়টি বোঝা আবশ্যক যে,nশিয়া মূলত কারা?nতাদের শেকড় কোথায়?nতাদের আকিদা ও ফিকহি মতাদর্শের প্রেক্ষাপট কী?nতাদের ইতিহাস ও বর্তমান কী?nতাদের স্বপ্ন ও লক্ষ্য কী?nবস্তুত এ বিষয়গুলো সম্পর্কে পূর্ণরূপে অবগতি লাভের পরই আমরা দূরদর্শিতার সাথে এ প্রসঙ্গে মতামত ব্যক্ত করতে সক্ষম হব।এমন লোকের সংখ্যা নেহাত কম নয়, যাদের কাছে সঠিক তথ্য ও সুস্পষ্ট চিত্র পৌঁছার পর শিয়া সম্পর্কে তাদের ধারণা আমূল পালটে গেছে এবং তারা পূর্বের অনেক চিন্তাধারা থেকে ফিরে এসেছে।
Reviews
There are no reviews yet.