পৃথিবী আমার বন্ধু গ্রন্থটি মূলত পরিবেশবিজ্ঞানবিষয়ক বই। পৃথিবী প্রসঙ্গে ইসলামি দর্শন এতে তুলে ধরা হয়েছে। মুসলিমদের মন-মানসে ও অনুভব-উপলব্ধিতে প্রকৃতির স্বরূপ আলোচনা করা হয়েছে।পৃথিবী, গ্রহ, নক্ষত্র, মহাবিশ্ব আল্লাহর সৃষ্টিজগৎ। আমাদের চারপাশে প্রকৃতির যা কিছু আছে সবই আল্লাহর সৃষ্টি। তিনি নির্ধারিত পরিমাপে সৃষ্টি করেছেন সবকিছু। এবং তাঁর সৃষ্টিজগৎ মানুষের কল্যাণেই নিয়োজিত। আল্লাহ মানুষকে পৃথিবীর খলিফা হিসেবে পাঠিয়েছেন। এই পৃথিবীতেই আমাদের বসবাসের ঠিকানা করেছেন। মানুষ পৃথিবীকে আবাদ করবে। প্রাকৃতিক নেয়ামতরাজি কাজে লাগাবে, উপভোগ করবে। পাশাপাশি এসব উপাদানের সুরক্ষা দেবে, আল্লাহর নিদর্শনাবলি অনুধাবন করবে, শিক্ষাগ্রহণ করবে এবং আল্লাহর হুকুম অনুযায়ী চলবে।
Reviews
There are no reviews yet.