মুসলমানদের উৎকৃষ্ট আদর্শে মুগ্ধ হয়ে জগতের পথভোলা দিগ্ভ্রান্ত অমুসলিমরা ইসলামের ছায়াতলে উচ্ছ্বসিত হয়ে ছুটে আসবে,এটিই ছিল সত্য সাক্ষ্য এবং কঠিন বাস্তব। সেখানে মুসলমানদের অমার্জিত দুর্বিনীত দুরাচরণের দরুন মুসলিম গৃহে জন্মলাভেও আজন্ম অভিশাপ কাঁধে নাস্তিকতার বেষ্টনীতে আবদ্ধ আর মুরতাদ বনে যাচ্ছে নিরন্তর বহু মানব। দোষ তাহলে কার! সমস্যা তবে কোন জায়গায়? মুসলমানদের সভ্যতা,আদর্শ এবং আচরণ,বৈশিষ্ট্য আসলে কেমন ছিল? উত্তর রয়েছে বইটির আদ্যোপান্ত ঘিরে।
Reviews
There are no reviews yet.