সীমাহীন কষ্ট ও অবর্ণনীয় যাতনা সহ্য করে মা সন্তানকে গর্ভে ধারণ করেন। মৃত্যুযন্ত্রণা পার হয়ে যখন সন্তান ভূমিষ্ঠ হয় তখন এ নবজাতককে ঘিরে মায়ের সব প্রত্যাশা উঁকি মারতে থাকে।মমতাময়ী মা তার সবটুকু ভালোবাসা দিয়ে সন্তানকে জড়িয়ে রাখে সারাক্ষণ। যত বিপদই আসুক না কেন, মা যদি বুকের সাথে চেপে ধরে কিংবা স্নেহমাখা দৃষ্টিতে একবার তাকায়—সব কষ্ট যেন নিমেষেই উধাও হয়ে যায়।আর বাবা? তিনি সন্তানের আহার জোটাতে মাথার ঘাম পায়ে ফেলেন। সহ্য করেন জীবনের নানা প্রতিবন্ধকতা। সহ্য করেন কষ্ট-ক্লেশ-যন্ত্রণা। দুনিয়ার প্রতিটি বাবা সন্তানের নিরাপত্তা ও শান্তির জন্য যেকোনো ধরনের বিপদের সম্মুখীন হওয়ার জন্য প্রস্তুত থাকেন।nআর এসব কারণে আমাদের অস্তিত্বের প্রতিটি ধাপ, পদক্ষেপ পিতামাতার নিকট আজন্মকালের জন্য ঋণী।
Reviews
There are no reviews yet.