সুরা ফাতিহা নাজিলকৃত প্রথম পূর্ণাঙ্গ সুরা। এই সুরা পুরো কুরআনের নির্যাস। আল্লাহ তাআলা সুরা ফাতিহাকে সালাতে বাধ্যতামূলক করেছেন। প্রতিদিন আমরা সালাতে ৩২ বার সুরা ফাতিহা পড়ি। শুধু ফরজ সালাতে ১৭ বার সুরা ফাতিহা পাঠ করি। কিন্তু আমরা কি জানি, আমরা সুরা ফাতিহায় কী পড়ছি? অর্থাৎ আমরা কি সুরা ফাতিহার অর্থ জানি? কেনইবা প্রতিদিন সালাতে ৩২ বার সুরা ফাতিহা পাঠ করতে হবে? আমরা কি এর গভীরতা উপলব্ধি করতে পারি? আপনি যদি সুরা ফাতিহার মর্ম গভীরভাবে উপলব্ধি করতে পারেন, তাহলে আপনি সালাতে গভীরভাবে মনোনিবেশ করতে পারবেন, যা আপনাকে অনন্য এক উচ্চতায় পৌঁছে দেবে
Reviews
There are no reviews yet.