উমর ইবনুল খাত্তাবের কন্য হাফসা। মাত্র ২০ বছর বয়সে বিধবা হয়ে যান। শোক ও বেদনাগুলো ভুলিয়ে দিতে মহান আল্লাহ তাঁর সৌভাগ্যের দুয়ার খুলে দেন। তিনি হয়ে যান উম্মুল মুমিনিন, প্রিয়নবির প্রিয়তমা, রাদিয়াল্লাহু আনহা।একটা দাম্পত্যসম্পর্কের সুখদুখের সবকিছু আছে নবিজির সংসারে। মান-অভিমান ও পাওয়া না-পাওয়ার মধ্য দিয়ে কীভাবে আল্লাহ ও তাঁর রাসুলের প্রিয় হয়ে থাকা যায়, দ্বীনের প্রতি অনুগত থেকে কীভাবে সব কষ্ট উপেক্ষা করা যায়, এই বাস্তবতার দর্পণ নবিজির সংসার। তাই উম্মাহাতুল মুমিনিনদের আচার, অভ্যাস ও যাপিত জীবনের চরিত্রগুলো আমাদের জন্য অনুকরণীয়।নবিজীবনের বিয়েতালাক ও ভাঙাগড়ার রোমাঞ্চকর ইতিহাসের পাশাপাশি ইসলামের তালাক, হিল্লে বিয়ে, বিধবা বিয়ে এবং সমাজের নানা অসংগতিসহ আরও অনেক জরুরি বিষয়ে আলোচনা করা হয়েছে এই বইয়ে। খুবই দারুণ ও সাবলীল ভাষায় উপস্থাপিত হয়েছে উম্মাহাতুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু আনহার জীবনী ও সিরাতে রাসুলের খুঁটিনাটি।
Reviews
There are no reviews yet.