কাশ্মীর কখন থেকে মনের গহীনে জায়গা করে নিয়েছিল, আদৌ মনে পড়ে না। এ মুহূর্তে মনের উঠোনে একটি স্মৃতি আলো ফেলছে—আমি যেদিন বাবার কাছে মাদরাসায় যাব বলে স্বীকার করেছিলাম, সেদিন বাজার থেকে বাবা একটি ব্যাগ কিনে দিয়েছিলেন। সে ব্যাগের উপরিভাগে কাপড়ের একটি স্টিকার ছিল। ‘শুভ্র পাহাড়ের চূড়া, রোদের আলোতে ঝলমল করছে তার শুভ্রতা।’nআজও চোখের পর্দায় সে অমলিন দৃশ্যটা ভাসমান। এ যেন কাশ্মীরের পর্বতচূড়া থেকে কোনো একটি চূড়া।nচোখ বন্ধ করে স্বর্গীয় কোনো দৃশ্যের কথা ভাবলেই মনে পড়ে কাশ্মীরের কথা। কর্ণকুহরে ধ্বনিত হয় অপরূপ লীলাভূমির জনপদের ছোপছোপ রক্তের মাঝে একটি মেয়ের আর্তনাদ। সে তার জীবন সায়াহ্নে বলেছিল ‘হয়তোবা এটাই আমার শেষ কথা, শেষ হাসি তোমাদের জন্য। আমি জানি, কাশ্মীরীদের মুক্তির জন্য এখন আর কোনো মাহমুদ গজনবী এ পূণ্যময় ভূমিতে আসবে না, যেখানে ভারতীয় সৈন্যরা ক্রমাগত আমাদের নিপীড়ন করছে।…n.nমুসলিম ভ্রাতৃত্বের সমস্ত বেদনার অনুভূতি নিয়ে কাশ্মীর নিয়ে লেখা উপন্যাস ‘ঝিলামের রাজকন্যা’। ইতিহাস, গল্প, বিরহআখ্যান সব মিলেমিশে এখানে দেখা মিলবে এমন এক কাশ্মীরের, যার ছবি দেখামাত্রই বুকের মধ্যে হুহু বেদনা বেজে উঠে।
Reviews
There are no reviews yet.