বর্তমানে বিয়ে বিষয়টা খুব আলোচিত হচ্ছে। অনেক যুবকই বিয়েকে আর দেখছে না ক্যারিয়ারের বাধা হিসেবে। বিয়েকে এতদিন, বদ্ধমূলভাবে, ভিন্ন দৃষ্টিতে দেখা হতো। কিন্তু সেই ভিন্নতার দিন ঘুচিয়ে আসছে দিন দিন। বাল্যবিয়ে নামক জুজুর ভয়ও দূর হয়ে যাবে অচিরেই। বিয়ের প্রয়োজন একদিন হাড়ে হাড়ে টের পাবে পুরো বিশ্ব অবাধ উচ্ছৃঙ্খল সমাজের রাশ টেনে ধরবার জন্য ব্যতিব্যস্ত হয়ে উঠবে সকলে। ইসলামের জীবনভিত্তিক সমাধানের কাছে সমর্পিত হবে তখন বিশ্বনীতি। (তবে ততক্ষণে জল অনেকটাই ঘোলা হয়ে যাবে৷)।
Reviews
There are no reviews yet.