জ্ঞানের অমিয় সুধা? উপকারহীন চর্চা থেকে বাঁচবই বা কীভাবে? যেমনটি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, اللهم إلي المعوذ بك من علم لا ينفع ‘হে আল্লাহা উপকারহীন ইলম থেকে আপনার কাছে আশ্রয় চাই। এ প্রশ্নগুলো শিষ্যকে দুমড়েমুচড়ে খাচ্ছিল। একদিন সে তার শায়খ গাজালি রহ.-এর কাছে এ প্রশ্নগুলোর উত্তর প্রত্যাশা করল। চিঠির মাধ্যমে শায়খের কাছে আরজি পেশ করল। কামনা করল শায়খের মুখনিসৃত অমূল্য নসিহাহ ও নেক দোয়া। শিষ্য বলল
Reviews
There are no reviews yet.