মানুষ ভুল করে, ক্ষতিগ্রস্ত হয়, মান হারিয়ে লাঞ্ছনা পায়। ধুঁকে ধুঁকে পার করতে হয় আগত দিনগুলো। কোথাও গিয়ে একটুখানি শান্তির দেখা মেলে না। আফসোস হয় যাপিত দিনগুলো নিয়ে।nস্মরণ হতে থাকে কৃত ভুলগুলোর কথা। একটা সময় সেই ভুলগুলোকে স্মরণ করেই অনুতপ্ত হয়। ফিরে আসতে চায় রবের দিকে। নিজের জীবনকে শুধরে নিতে ব্যাকুল হয়ে ওঠে, কিন্তু তখন আর তা বাস্তবায়ন করা সম্ভবপর হয়ে ওঠে না।ভুল করলে মাশুল দিতেই হবে।কিন্তু মানুষ ভুল করতেই ভালোবাসে। ভুলে ভরা জীবন নিয়েই একটা সময় বিদায় নেয় দুনিয়া থেকে। সেই ভুল যেন কেউ জীবনে না করে, সেই চিন্তা চেতনাকে সামনে রেখেই মানবসমাজে ঘটে যাওয়া বাস্তবতার মিশেলে কিছু কথা গল্প আকারে তুলে ধরা হয়েছে এ বইটিতে।
Reviews
There are no reviews yet.