আমাদের পূর্বসূরীগণ সবচেয়ে বেশি যে আমলটি করতেন, সেটি হচ্ছে তাওবা-ইস্তিগফার। তাদের জিহ্বা সবসময় তাওবা-ইস্তিগফারে সিক্ত থাকত। আর এই শিক্ষা স্বয়ং আল্লাহর রাসূল (ﷺ)-এর কাছ থেকেই তারা পেয়েছেন। হাদীসে এসেছে নবীজি দৈনিক একশত বার ইস্তিগফার করেছেন। অথচ উনার আগের পরের সকল পাপ আল্লাহ্ মাফ করে দিয়েছেন। তাহলে আমাদের কতখানি তাওবা করা প্রয়োজন?n.nইমাম ইবনু কুদামা মাকদিসি (রহ.) ‘তাওবার গল্প’ বইটি মূলত আমাদের মতো গাফেল বান্দাদের জন্যই লিখেছেন। এতে তিনি পূর্বসূরিদের তাওবার গল্প জমা করেছেন। তারা কীভাবে তাওবাহ করতেন, কোন জিনিস তাদেরকে আল্লাহর পথে ফিরিয়ে আনল, তাওবাহ নিয়ে এরকম হৃদয়গ্রাহী অনেক ঘটনার মিলবে এই বইতে। এই গল্পগুলো আমাদের ভিতর তাওবার আগ্রহ তৈরিতে বেশ সহায়ক। এছাড়া তাওবা কী, তাওবা কখন, কীভাবে, ইত্যাদি হুকুম আহকাম আলোচনা করা হয়েছে সবিস্তারে।
Reviews
There are no reviews yet.