গ্রন্থটি আরব-বিশ্বের আলোড়ন সৃষ্টিকারী সাহিত্যিক ড. আদহাম শারকাবির (مَعَ النَّبِي) গ্রন্থের সরল বঙ্গানুবাদ। লেখক বিশুদ্ধ হাদিসের বিশাল গল্পভান্ডার থেকে একত্রিশটি অসাধারণ গল্প বাছাই করে এটি সংকলন করেছেন। প্রতিটি গল্পের ভাঁজে ভাঁজে ছড়িয়ে থাকা পাঠ ও শিক্ষাগুলোকে থরে থরে সাজিয়ে তিনি যেন গড়ে তুলেছেন দরসে হাদিসের একেকটি মনোমুগ্ধকর বাগান।n.nগল্পগুলোর আলোকে তিনি আলোচনা করেছেন জীবন ও জগতের গুরুত্বপূর্ণ সব বিষয় নিয়ে । ইমান, আকিদা, তাকওয়া, তাওবা, তাওয়াক্কুল, সালাত, সাদাকাহ, কুরবানি ইত্যাদির মতো দ্বীনি বিষয়ে যেমন কথা বলেছেন, তেমনই কথা বলেছেন মানুষের মনোজগৎ, স্বভাবপ্রকৃতি, স্নেহ-ভালোবাসা, উত্তম চরিত্র, , আত্মসংশোধন ইত্যাদির মতো জীবনঘনিষ্ঠ বিষয়েও। এককথায় শারকাবির জাদুকলম কুরআন-হাদিসের ঘটনাগুলোর ব্যাপারে আপনার পুরো দৃষ্টিভঙ্গিই পাল্টে দেবে। আপনার মনে হবে, এ তো নিছক গল্প নয়, ইলম ও হিকমতের মহাসমুদ্র।n.nবইটির পাতায় পাতায় তিনি ছড়িয়ে দিয়েছেন বিচিত্র সব অনুপ্রেরণা আর দিকনির্দেশনার মূল্যবান মণিমুক্তো। তাই প্রতিটি পৃষ্ঠাই আপনাকে আলোড়িত করবে; ভারী করে তুলবে আপনার জ্ঞান ও অভিজ্ঞতার ঝুলি।
Reviews
There are no reviews yet.