ঈমানের পরই নামাজের গুরুত্ব। নামাজের গুরুত্বারোপ করতে গিয়ে কোনো কোনো ইমাম বেনামাজিকে হত্যার আদেশ দিয়েছেন। ইচ্ছাকৃত নামাজ ত্যাগের বিষয়ে হুমকিও এসেছে হাদিসে রাসুলে। আল্লাহর সাথে একনিষ্টভাবে আলাপনের মাধ্যম হিসেবে নামাজের গুরুত্ব ও তার মর্যাদা আমাদের নিকট সুস্পষ্ট হয়ে ওঠে। আল্লাহর রাসুলের ঊর্ধ্বাকাশে ভ্রমণ এবং আল্লাহর নিকট থেকে পুরস্কারস্বরূপ পাঁচ ওয়াক্ত নামাজের বিধান—নামাজের গুরুত্বকে আরও সুস্পষ্ট করে। বিশেষ কারণ ছাড়া তাই নামাজের জামাত সকলের জন্য অপরিহার্য। নামাজের এমনতর গুরত্ব, মাহাত্ম্য এবং শিক্ষা নিয়েই রচিত মহিমান্বিত সালাত গ্রন্থটি। নামাজের বিভিন্ন বিষয় জানতে এবং একনিষ্ঠতার সাথে নামাজ আদায়ে বইটি সহযোগী হবে আশা রাখি।
Reviews
There are no reviews yet.