হযরত আবু হুরায়রা রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হালাল কামাই থেকে একটি খেজুর পরিমাণ সাদাকা করবে (তা আল্লাহ কবুল করবেন) এবং আল্লাহ কেবল পবিত্র সম্পদই কবুল করেন আর আল্লাহ তাঁর ডান হাত দিয়ে তা কবুল করেন। এরপর আল্লাহ তাআলা তার কল্যাণার্থে তা প্রতিপালন করেন, যেমন তোমারে কেউ অশ্লীল শাবক প্রতিপালন করে থাকে, অবশেষে সেই সাদাকা পাহাড় বরাবর হয়ে যায়।-সহিহ বুখারি, হাদিস নং ১৪১০।nবীজ যতই ভালো হোক, যদি তা জলাভূমিতে অথবা একদম ঘাস-পানিহীন শুষ্ক ভূমিতে ফেলা হয়, তাহলে খুব দ্রুতই তা মারা পড়বে। অনুরূপভাবে ভালো বীজও যদি অনুর্বর ভূমিতে বোনা হয় তাহলে আশানুরূপ ফসল পাওয়া যাবে না।nসাদাকার বিষয়টিও এমন। সম্পদ উত্তম হলেও যে কাউকে তা দিয়ে দেয়া উচিত নয়। তালাশ করে ভালো মানুষটির হাতে সাদাকা দেয়া উচিত, যে ওই টাকা দিয়ে ভালো কাজ করবে। উন্নতি করবে, উড়িয়ে দেবে না…nএমন উপযুক্ত স্থানে দান করার দ্বারা দানের সওয়াব বহুগুণে বেড়ে যায়।
Reviews
There are no reviews yet.