মহান আল্লাহ মানবজাতিকে সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন। সমগ্র সৃষ্টিজগতের মধ্যে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছেন। আমাদের জীবনের প্রতিটি কথা ও কাজের হিসাব সংরক্ষণের জন্য সম্মানিত লেখক (ফেরেশতা) নিয়োজিত আছেন, পৃথিবীর কেউ না দেখলেও আল্লাহ রাব্বুল আলামীন আমাদেরকে ঠিকই প্রত্যক্ষ করছেন। অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমেও যা ধরা যায় না, আল্লাহর কাছে তা গোপন থাকে না। কারণ, তিনি দেখেন, জানেন ও শুনেন। এ ধরনের ঈমানের বাস্তব প্রতিফলনের নাম তাক্বওয়া।এটাই প্রত্যেক মুমিনের প্রকৃত চেতনা হওয়া উচিৎ। সৈয়দ, পাটোয়ারী, মজুমদার, খান, মীর, ভূঞা, চৌধুরী, ধাই, ধোপা, কুলি, মজুর ইত্যাদি আশরাফ ও আতরাফের মানদন্ড- নয়, বরং তাক্বওয়াই সব মর্যাদা ও কল্যাণের একমাত্র মানদন্ড-। তাক্বওয়া এমন একটি গুণের নাম, যার মধ্যে মানুষের দুনিয়া ও আখিরাতের সব মর্যাদা নিহিত। তাক্বওয়াহীন ব্যক্তি তিনি যেই হোক না কেন, তাকে সম্মানিত বলা যাবে না।অত্র গ্রন্থে লেখক তাক্বওয়া সম্পর্কে সবিস্তার আলোচনা করেছেন। বর্ণনার প্রতিটি পর্বে তিনি সামর্থ্য মতো তথ্য-উপাত্ত পরিবেশন করেছেন, সাথে সাথে রেফারেন্সও যুক্ত করেছেন। আমরা আশা করি, সুধী পাঠকবৃন্দ এর থেকে উপকৃত হবেন, ইনশাআল্লাহ।
Reviews
There are no reviews yet.