ইসলামের পঞ্চস্তম্ভের অন্যতম হজ। এটিই একমাত্র ইবাদত যা ‘ফরয’ হিসেবে জীবনে ‘একবার’ আদায় করতে হয়। হজের জন্য সফর করতে হয়। এ সফর প্রেম ও প্রতীক্ষার। আবেগ ও বাসনার। এক সময় আল্লাহর বান্দারা পৃথিবীর নানা দিক থেকে আল্লাহর ঘর দেখার জন্য ছুটে আসতেন। আসতেন হাজার মাইল দূর থেকে জীবনবাজি রেখে, পরিবার থেকে শেষ বিদায় নিয়ে। কুরআন নাযিলের দেশে পদার্পন করতেন বাধার বিন্ধাচল পাড়ি দিয়ে। বাইতুল্লাহর ভালোবাসার কত উপাখ্যান ছড়িয়ে আছে ইতিহাসের পাতায় পাতায়। মুমিনমাত্রই তার অন্তরে বাইতুল্লাহ দর্শনের সুপ্ত তামান্না লুকিয়ে থাকে। যাদের প্রতীক্ষা ফুরোয় না এবং তামান্না অপূর্ণই থেকে যায় তারাও সৌভাগ্যবান। কেননা, আল্লাহর ঘরের ভালোবাসা তো আল্লাহরই ভালোবাসা। যারা আল্লাহর ঘরের যাত্রী তারা আল্লাহর মেহমান। আল্লাহর মেহমানদের সুষ্ঠুভাবে হজ আদায়ে গবেষণালব্ধ পদ্ধতিতে পর্যাপ্ত তথ্য ও নির্ভরযোগ্য উদ্ধৃতিসহ একখানি বইয়ের প্রয়োজন বিজ্ঞমহল অনেকদিন ধরেই অনুভব করছিলেন। এ অভাব পূরণের প্রয়াস হিসেবেই এ গবেষণাকর্মের সূচনা। হজ বিষয়ে অত্র গ্রন্থখানি রচনা ও সম্পাদনায় যুক্ত স্কলারগণ অত্যন্ত যত্ম ও মেহনতের সাথে কাজটি করেছেন। কুরআন-হাদীসের সরাসরি রেফারেন্স-সহ আলোচনা পেশ করেছেন। এতে “নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর সাহাবীগণের হজ-উমরা” নামে একটি অধ্যায় রয়েছে, যা বিশেষভাবে আকর্ষণীয় হবে বলে আমাদের বিশ্বাস।
Reviews
There are no reviews yet.