ইসলাম একটি জীবন ব্যবস্থা। ইসলাম কোনো মতবাদবা কারও ব্যক্তিগত ভাবাদর্শ নয়। ইসলামের সবচেয়ে বড় ক্ষতি হয়েছে একে মতবাদের স্তরেনামিয়ে এনে। সুতরাং, ইসলামে বিশ্বাসীদের উচিত নিজেকে যথেষ্ট স্পষ্টকরে বুঝানো যে, এই হচ্ছে ‘ইসলাম’। পাশাপাশি ইসলাম সম্পর্কে আমাদের চিন্তাধারা ওদৃষ্টিভঙ্গি হতে হবে আমাদের পূর্বসূরি-সালাফদেরমতোই। ইসলামের পুনর্বিকাশের যারা সংগ্রাম করছি, তাদের উচিত জনগণেরমাঝেও ইসলামকে স্পষ্ট করে তুলে ধরা।‘ডিসকাভার ইসলাম’ বইয়ে আছে কুরআন-হাদিসের আয়নায় জীবন পরিচালনার পাথেয় থেকেশুরু করে সভ্যতা-সংস্কৃতি, সৌন্দর্য, অর্থনৈতিক শিক্ষা, সামাজিক আচরণ- ইত্যাদিবিষয়ে সমকালীন প্রেক্ষাপটকে সামনে রেখে জ্ঞানগর্ভ আলোচনা। বইটির আরও একটিউল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এখানে সব সমস্যার সমাধান দিয়ে দেওয়া হয়নি; বরং কিছুমূলনীতি নিয়ে আলোকপাত করা হয়েছে। এর ফলে পাঠকের জ্ঞান বৃদ্ধির সাথেসাথে সমস্যাসমাধানের দক্ষতাও বাড়বে।বইটি এমনভাবে লেখা হয়েছে যেন এটি একজন মুসলিমের জন্য মেন্টর হিসেবে কাজ করে এবং ইসলামের বিভিন্ন ধাপ পর্যায়ক্রমে শিখতে এবং তা মানতে সহায়তা করে। এককথায় ইসলামমূলত কী, জীবন পরিচালনার ক্ষেত্রে ইসলামের শিক্ষা কী- প্রশ্ন দু’টি সামনে নিয়ে‘জীবন ও ইসলাম’ সম্পর্কে আপনাকে ভাবতে শেখাবে বইটি।
Reviews
There are no reviews yet.