বই সম্পর্কে কিছু কথা: দুইটা বিষয়ে বর্তমান সমাজের মানুষেরা খুবই সমস্যার মধ্যে রয়েছে, ১- বিবাহকে কেন্দ্র করে ব্যাপক অশ্লীলতা, বেহায়াপনা আর ইহুদী খ্রিষ্টানদের কৃষ্টি-কালচারকে হুবুহু অনুসরণ করা। ২- মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক বিদআতী কর্মযজ্ঞ, যার প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে বিদআত ঢুকে রয়েছে। মৃত্যুর পর থেকে গোসল, কাফন, জানাযা, দাফন এবং তার পরবর্তীকালে যা কিছু করা হয় তা যদি আমরা কুরআন সুন্নাহর চোখ দিয়ে তাকাই তাহলে খুব সহজেই দেখতে পাব যে, সুন্নাহ অনুযায়ী এই কাজগুলো কোনো মৃত ব্যক্তির পাওয়া যেন এখন প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে, মহান আল্লাহর রহমতে প্রিয় শাইখ আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল মাদানী (হাফি.) এই দরকারী বিষয়েই কলম ধরেছেন, শুধু যে এই ব্যাপারে প্রচলিত ভুলভ্রান্তি তুলে ধরেছেন তাই নয় বরং প্রতিটা ক্ষেত্রে সুন্নাহ অনুযায়ী আমাদের করনীয় কি হবে সেটাও সুনিপুণভাবে তুলে ধরেছেন আলহামদুলিল্লাহ এবং অবশেষে এ বিষয়ক অসংখ্য প্রশ্নের উত্তর বইয়ের শেষ অংশে সংযোজন করেছেন যাতে করে পাঠকগণ খুব সহজেই বিষয়বস্তু আত্মস্থ করতে পারেন, আল্লাহ তা’আলা শাইখকে উত্তম জাযা দান করুন, আশা করি এর মাধ্যমে সমাজ থেকে মৃত্যু ও কবর বিষয়ক বিদআত, কুসংস্কার দূর হবে, সুন্নাতের আলোয় আলোকিত হবে আমাদের চারপাশ।
Reviews
There are no reviews yet.