রাসূল ﷺ বলেন, ‘জেনে রেখো! সে বাড়ি সবচেয়ে কল্যাণশূন্য, যে বাড়ি আল্লাহর কালাম শূন্য।..”(আয-যুহুদ, ইবনুল-মুবারক)nকেবল কল্যাণ লাভের জন্য নয়, কুরআন তিলাওয়াত করা এবং এর অর্থ বোঝা মুসলিম হিশেবে আমাদের সকলের নৈতিক দায়িত্ব। এই লক্ষ্য থেকেই আমাদের দেশের প্রখ্যাত আলিম ড. আবু বকর যাকারিয়া সাহেব তাফসীরটি রচনা করেন।এখানে আল-কুরআনের সূরাসমূহের অর্থানুবাদ করা হয়েছে। সাথে বিখ্যাত তাফসীরগ্রন্থ গুলো থেকে সংক্ষিপ্ত তাফসীর সংকলন করা হয়েছে। আল-কুরআনুল কারীমের এই তাফসীরের ক্ষেত্রে অনুসৃত নীতি ছিল, কুরআনের আয়াত দিয়ে কুরআনের তাফসীর, সহীহ হাদীস দিয়ে আয়াতের তাফসীর, সাহাবা ও তাবে‘ঈনগণ এবং তাফসীরের ইমামদের গ্রহণযোগ্য তাফসীর এখানে স্থান পেয়েছে। আকীদাগত বিষয় প্রাধান্য দেওয়া হয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামা‘আতের আকীদা তুলে ধরা হয়েছে। ফিকহী মতভেদ উল্লেখ করা হয় নি। প্রাথমিকভাবে তাফসীর অধ্যায়নের জন্য এ সিরিজটি খুব ফলপ্রসূ।তাফসীরটির অনন্য বৈশিষ্ট্য:nআল-কুরআনের সহজ সরল অনুবাদnঅনুবাদের পাশাপাশি সংক্ষিপ্ত তাফসীর ও ব্যাখ্যাnপ্রতিটি সূরার শুরুতে সূরার বৈশিষ্ট্য ও শানে নূযুল বর্ণিত।nকুরআনের সূরাগুলোর সহীহ হাদীসের আলোকে ফযীলত এর বিস্তারিত বিবরণnকুরআনের তাফসীরকে সহজবোধ্য করার জন্য টীকা প্রদান ও এর বিস্তারিত ব্যাখ্যা সুন্নাহ থেকে সংকলিত।nআল্লাহ সিফাত সম্পর্কিত আয়াতগুলোর অবিকৃত অনুবাদ।nকুরআনের তাফসীরের ক্ষেত্রে হাদীসকে গুরুত্ব দেয়া হয়েছে। এবং হাদীসগুলোর রেফারেন্সসহ বিস্তারিত ব্যাখ্যা বিদ্যমান।
Reviews
There are no reviews yet.