মানুষের দৃষ্টিভঙ্গি, বর্ণ, ও রুচি বিভিন্নরকম। এমনকি জীবনের ভিত্তি, লক্ষ্য ও উদ্দেশ্যেও থাকতে পারে নানারকম পার্থক্য। কিন্তু একটা বিষয়ে মনে হয় শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রত্যেকটা মানুষ একমত। আর তা হলো সুখের সন্ধান। মুসলিম-অমুসলিম, ধার্মিক-অধার্মিক, সবাই-ই তো সুখী হতে চায়। কাউকে যদি জিজ্ঞেস করেন, “অমুক কাজটা কেন করলেন?” সে বলবে, “সুখী হওয়ার জন্য।” তা সে এই কথাটা স্পষ্টভাবে বলুক, বা প্রচ্ছন্নভাবে বলুক।nএই বইতে উপস্থাপন করা হয়েছে সেই সুখ অর্জনের ত্রিশটি উপায়।
Reviews
There are no reviews yet.