বর্তমান যুগে নারীরাও যেন আধুনিক হয়ে গেছে। অথচ ইসলামের অনুকরণ অনুসরণ ও অনুশীলনই একমাত্র মুক্তির পথ ও অবলম্বন। এ পথে যাত্রা অব্যাহত রেখে শুধু পুরুষরা নয়, অসংখ্য নারীরাও বাস্তবতার ইতিহাস রচনায় বলিষ্ট ভূমিকা রেখেছেন।কিন্তু আধুনিক পাশ্চাত্যবাদীরা তাদের পূর্বসূরীদের ভূমিকায় অবতীর্ণ হয়ে নারীদের সেই সুসংহত অবস্থানকে নষ্ট করে এক শ্রেণীর নারী সমাজ স্বীয় পবিত্র ইতিহাসকে কলুষিত করে নগ্নতা, নির্লজ্জতা ও অশ্লীলতায় মেতে উঠেছে। তথাকথিত সভ্যতা ও প্রগতির নামে সহশিক্ষা, অবাধ মেলামেশা, বেপর্দা ও অশ্লীলতার স্রোতে ভেসে যাচ্ছে গোটা নারীসমাজ।কলংকিত হচ্ছে তাদের সোনালি ইতিহাস। নারীদেরকে সম্মানের আসন থেকে অপসারণ করে হাট-বাজারে, পত্র-পত্রিকায় ট্রেডমার্ক হিসেবে ব্যবহার করা হচ্ছে, এতেও যেন তাদের কোনো ঘৃণানোধ নেই। নারীজাতিকে এ চরম অধঃপতন থেকে রক্ষা করা আজ বিরাট দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে।লেখক সেই মূল্যবোধ থেকেই নারীদের সমসাময়িক বিষয় নিয়ে পাশ্চাত্যের অনুসরণ থেকে সভ্য সংস্কৃতির দিকে আহবান জানিয়েছেন বক্ষমান গ্রন্থে।
Reviews
There are no reviews yet.