আমরা সকলে চাই আমাদের প্রিয়জনেরা ভালো থাকুক। তাদের ভালো থাকা, তাদের আনন্দ এবং উচ্ছ্বলতার দিনগুলো শীতল করে তোলে আমাদের চোখ। মধুরতম এই সম্পর্কের বাঁধন মৃত্যুর মাধ্যমে শেষ হয়ে যাবে তা আমরা কেউই চাই না। জান্নাতের সবুজাভ আঙিনায়, সুউচ্চ পাহাড় পরিবেষ্টিত মনোরম ঝর্ণার পাড়ে এবং দিগন্তপ্রসারিত জান্নাতী উদ্যানে আমরা আবার একত্রিত হবো, আমাদের সময়গুলো আবার হয়ে উঠবে আনন্দ-মুখরিত—এই ইচ্ছা আমাদের সকলের।nকিন্তু, যদি আমাদেরই কোনো প্রিয়জন জান্নাতে যাওয়ার সুযোগ না পায়? আল্লাহর অবাধ্যতা এবং উদাসীনতা যদি তাকে নিক্ষেপ করে চির দুঃখের জাহান্নামে, আমাদের সেই ইচ্ছা পূর্ণ কীভাবে হবে? প্রিয়জনদের সাথে জান্নাতে যদি একসাথে থাকতে চাই, তাদের মাঝে দ্বীনের আলো ছড়িয়ে দিতে হবে। তাদেরকে আনতে হবে কুরআনের সংস্পর্শে, নবিজী সাল্লাললাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহর আবহে।nএকজন নারী কীভাবে তার অতি নিকটজনদের আল্লাহর পথে ডাকবেন, কীভাবে তিনি তাদেরকে বাঁচাবেন জাহান্নামের লেলিহান আগুনের শিখা থেকে এবং কীভাবে তিনি উপলক্ষ হয়ে উঠবেন তাদের জান্নাতে যাওয়ার—সেই পথটুকু বাতলে দিতে পারে ‘নিকটজনে নারীর দাওয়াহ’ বইটি।
Reviews
There are no reviews yet.