“ওয়াজের ডায়রী” বইটির ‘লেখকের কথা’ অংশ থেকে নেয়াঃnদুনিয়ার গুরুত্বপূর্ণ সর্ব বিষয়ে প্রশিক্ষণ ও অনুশীলন চালু আছে। ওয়াজনসিহতও অনেক গুরুত্বপূর্ণ কাজ। এ কাজের জন্যও প্রশিক্ষণ জরুরি। তাই এ মহৎ উদ্দেশ্যে ‘ওয়াজের ডায়েরী’ রচনা করা হয়েছে। আশা করি কিছুটা হলেও গ্রন্থটি এক্ষেত্রে ভূমিকা রাখবে।nবইটি মূলত পূর্বসূরী বিজ্ঞ বুযুর্গ ওয়ায়েজদের বয়ানের নির্যাস। আমার কোনাে কৃতিত্ব এতে নেই। বড়দের নসিহতগুলাে প্রচারের লক্ষ্যে এগুলাে জমা করেছি আমার বর্ণনা ধারায়। নাহয় আমি কোনাে লেখক-সাহিত্যিকও নই। এর পূর্বে জামিয়া রাহমানিয়ার মুহাদ্দিস, বনানী কড়াইল মাদরাসার শাইখুল হাদীস মাওলানা নােমান আহমদ রহ.-এর সম্পাদনায় বুখারি শরিফের ওহী অধ্যায়ের শরাহ ‘কাশফুল ওহী’ নামে একটি পুস্তিকা লিখেছি। ওয়াজের ডায়েরী আমার দ্বিতীয় রচনা। তাই সাহিত্যের মান না খুঁজে এখান থেকে বড়দের কথাগুলাে গ্রহণ করলে উপকার হবে।
Reviews
There are no reviews yet.