“খালিদ বিন ওয়ালিদ রা.” বইয়ের সংক্ষিপ্ত কথা:nসামরিক জগতের চিরবিস্ময় খালিদ বিন ওয়ালিদ রা. কেবল অপরাজিত ও সর্বশ্রেষ্ঠ সেনানায়ক হিসাবেই নন, চরিত্র ও মহত্ত্বের যেকোনো মাপকাঠিতেই তিনি একজন যুগোত্তীর্ণ পুরুষ ছিলেন। একজন সত্যিকার মুজাহিদের চরিত্র ছিল তার। এ চরিত্র তিনি লাভ করেছিলেন আকায়ে-নামদার হযরত মুহাম্মদ মুসতফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে এসে। সৈনিকজীবনের সফলতা লাভের মূল সূত্রটিও তিনি লাভ করেছিলেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেই। এ পথ বেয়েই তিনি লাভ করেছিলেন জীবনের শ্রেষ্ঠতম সম্মান ‘সাইফুল্লাহ’ (আল্লাহর তলোয়ার) খেতাব। তিনি সে যুগে অজেয় বীরত্ব দিয়ে অসংখ্য সেনানায়ক ও সৈনিকের শ্রদ্ধা ও ভালোবাসা পেয়েছিলেন । যুগে যুগে তার সেসব কীর্তিগাথা মানুষের কাছে অবিমিশ্র শ্রদ্ধা অর্জন করে চলেছে। এ যুগেও এ উপমহাদেশের একজন শ্রদ্ধেয় জেনারেল আপন সামরিক জীবনে খালিদ রা.-এর কর্ম-কৌশল দেখেছেন বাস্তবতার নিরিখে, সমরবিজ্ঞানের আলোকে, শিক্ষা ও দীক্ষা নেওয়ার উৎস হিসেবে। বক্ষ্যমাণ গ্রন্থটি তার সামরিক জীবনের অভিজ্ঞতার আলোকে রচিত।
Reviews
There are no reviews yet.