মহান রবের কাছে ইমানের গুরুত্ব অপরীসিম। শেষ বিচারের দিন ইমানের মাণদণ্ডে প্রতিটি মানুষ দণ্ডিত হবে। তাই ইমানের গুণে গুণান্বিত হওয়া প্রতিটি মানুষের লক্ষ্য হওয়া উচিত। যিনি ইসলামের মূল বিষয়কে মনে-প্রাণে বিশ্বাস করেন, মুখে স্বীকার করেন এবং সেই অনুযায়ী আমল করেন, তিনিই মুমিন। একজন মুমিনের ইমান সবসময় একইরকম থাকে না, উঠানামা করে। আর এই উঠানামা ইমানের দৃঢ়তা ও পারিপার্শ্বিকতার উপর নির্ভর করে। ইমানের পারদ নিচে নেমে গেলে মানুষ পাপাচারের দিকে এগিয়ে যায়। তাই ইমান পরিশুদ্ধকরণের দরকার হয়। এক্ষেত্রে কুরআন তেলাওয়াত, নফল ইবাদত, পূর্বসূরি ও নেককার বান্দাদের শিক্ষণীয় ঘটনা ইমান বৃদ্ধি ও পরিশুদ্ধিতে বিশেষ ভূমিকা রাখে। ‘আত্মার খোরাক’ বইয়ে বর্ণিত প্রতিটি বিষয় মুমিনের ইমান বৃদ্ধি ও পরিশুদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে।
Reviews
There are no reviews yet.