জীবনের অনেকগুলো বসন্ত পেরিয়েছি, কিন্ত আজও ঘুম ভাঙ্গেনি। আমাদের হৃদয়ের হতাশাগুলো কাটেনি, কারণ একটা অপ্রাপ্তিতে আমাদের সব প্রাপ্তিগুলো আজ ধুলায় ধূসরিত। কেমন যেন আমাদের জীবনে প্রাপ্তি বলতে কিছুই নেই, আর সেই অপ্রাপ্তি হলো ভালোবাসার মানুষটিকে আপন করে না পাওয়া, যে কি-না ছিল সম্পূর্ণ অবৈধ।nআজ নীড়ে ফেরা হোক। হোক হৃদয়ের হতাশা গুলো দূর। হৃদয়ের আকুতি মিশানো ভালোবাসাগুলো হোক রব্বে কা’বার সাথে, কথোপকথনগুলো হোক গভীর রাতে একান্ত মুনাজাতে। জীবনের সফলতার সূর্যটা হেসে উঠুক কাক ডাকা ভোরে। সবকিছু ধুয়ে যাক না পাওয়া ব্যথায় যা ছিল হতাশা ঘেরা হৃদয় জুড়ে।nসবার দুয়ারে পৌঁছুক আঁধারে ঢাকা ভোর।nদূর করে দিক সব হৃদয়েরnহতাশা ঘেরা ঘোর।nআঁধারে ঢাকা ভোর আগলে রাখুক প্রতিটি মুসলিম দম্পতি।nদ্বীনের পথের সন্ধানে খুঁজুক প্রতিটি যুবক যুবতি।
Reviews
There are no reviews yet.