সংসার সুখের হয় রমণীর গুণে’!nআসলেই কি তাই?nসংসারের সব দায় কি নারীর ? অথবা সংসারের তাবৎ সুখ ও সৌন্দর্য কি নারীকে ঘিরেই?nসহজ উত্তর— না!nসংসার কেবল নারীর নয়, অথবা একা পুরুষেরও নয়। বরং একটা পারফেক্ট জুটির পবিত্র রসায়ন ও কেমিস্ট্রি বেয়ে ছুটে চলে সংসারের চাকা। নারী যদি হয় একটা সুখী দাম্পত্যের নায়িকা, তাহলে পুরুষ অবশ্যই নায়ক। কিংবা একটা অসুখী দাম্পত্যে যদি নারী হয় ভিলেন, তাহলে অবশ্যই পুরুষও হতে পারে সেই গল্পের দুর্ধর্ষ কেউ।পুরুষ হলো ঘরের খুঁটি। সংসারের উত্তাল সমুদ্রে নৌকার নাবিক। সে অভিভাবক, আদেশ ও নিষেধকর্তা। সুতরাং ঘরে যদি একজন মুসলিম নারীর দায়িত্ব মহা গুরুত্বপূর্ণ হয়, তাহলে স্বামীর দায়-দায়িত্বও কম তাৎপর্যপূর্ণ নয়।“দ্য পারফেক্ট কাপল” আপনাকে একজন আদর্শ স্ত্রীর পাশাপাশি একজন আদর্শ স্বামীরও বিবরণ দিবে। আপনাকে শোনাবে একটা পারফেক্ট জুটির সাতকাহন, গুণাগুণ ও সুখী পথচলার গল্প। হাজারটা বিয়ের প্রস্তাবের ভিড়ে আপনি যখন সিদ্ধান্তহীনতার সাগরে ভাসবেন, তখন জীবনের এই উত্তাল সময়ে সঠিক অপশন খুঁজে নিতে আপনাকে লিড করবে। দুর্গম গিরি মরুপথ মাড়িয়ে আপনাকে নিয়ে যাবে একটা সবুজ শ্যামল ফুলের বাগানে, আপনার সুখী দাম্পত্যের ভুবনে।
Reviews
There are no reviews yet.