আমরা কি ব্যাপারটার ভয়াবহতা অনুভব করতে পারছি—আমার আকিদা ঠিক নেই, আমি আকিদা জানি না, এর অর্থ হলো, আমার জীবনের কোনো আমলেরই কোনো মূল্য নেই। আমি মুসলিম আছি কি না, আমার অজান্তে কোনো কথায় বা প্রশ্নে আমার ঈমান চলে যাচ্ছে কি না, আমি এর কিছুই জানি না। কী ভয়ানক কথা!nঈমান আনার পর একজন মুসলিমের মৌলিক যে ইলমটুকু থাকা দরকার, এই ছোট্ট কিতাবে সংরক্ষিত হয়েছে সেই জরুরি ইলম। এটি এমন মাকবুল এক কিতাব, বিগত প্রায় ১২ শ বছর ধরে যা মুসলিম উম্মাহর আকিদা রক্ষায় প্রধান ভূমিকা পালন করছে। আকিদার মৌলিক বিষয়ে এই কিতাবটির অনুমোদন, স্বীকৃতি এবং গ্রহণযোগ্যতা আকাশচুম্বি।
Reviews
There are no reviews yet.