বর্তমান সময়ে সন্তানসন্ততির সামনে মাবাবার দীনি অধিকারগুলো তুলে ধরা দরকার। ইসলামি শিক্ষার আলোকে এসব অধিকার তুলে ধরার বিকল্প নেই। যাতে মুসলিম সমাজে শান্তি, শৃংখলা, সমৃদ্ধি ও সর্বোপরি এ সমাজের স্বাতন্ত্র্য সমুন্নত থাকে, যেখানে বড়রা ছোটদের প্রতি, ছোটরা বড়দের প্রতি দায়িত্ব ও কর্তব্য পালনে নিষ্ঠাবান থাকবে।nবক্ষ্যমাণ গ্রন্থে কুরআন-সুন্নাহর আলোকে ও সত্য ঘটনার মাধ্যমে মাবাবার অধিকার পালন ও তাদের প্রতি সন্তানের দায়িত্ব ও কর্তব্য বোধ সম্পর্কে হৃদয়গ্রাহীভাবে আলোচনা করা হয়েছে। মাবাবার অবাধ্যতার ফলে এমন কিছু মর্মান্তিক ঘটনার বাস্তব চিত্র এখানে সন্নিবেশিত হয়েছে, যা পাঠকের বন্ধ চোখে আলোর ছোঁয়া দিয়ে যাবে।
Reviews
There are no reviews yet.