বইটি সম্পর্কে সংক্ষিপ্ত কথা: মহান আল্লাহ সুবহানাহু ওয়া তা’য়ালা তাঁর অসীম জ্ঞানের মাধ্যমে তিনি মাসের প্রত্যেকটা দিন এবং বছরের প্রত্যেকটি মাসকে সৃষ্টি করেছেন। মানুষের জীবনের প্রত্যেকটি মুহূর্ত আল্লাহর এক অশেষ রহমত, যা আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং আখেরাতের জীবনকে সুন্দর করার জন্য ব্যয় করা উচিত। এ হিসেবে সকল দিন এবং সকল মাস একই রকম। কোন মাসই অপ্রয়োজনীয়,অনিষ্টকর বা অপবিত্র নয়। শরীয়তের দৃষ্টিকোণকে সামনে রেখে প্রত্যেক মাসের সর্বোচ্চ ব্যবহারই আমাদের কাম্য। আমরা যদি তা করতে পারি, তাহলে সকল দিন এবং সকল মাসই আমাদের জন্য পবিত্র। কিন্তু আমরা যদি শরীয়তের দৃষ্টিকোণকে সামনে রেখে না চলতে পারি তাহলে বিশিষ্ট কোন দিন বা মাসের পবিত্রতা বা মর্যাদা আমাদেরকে শাস্তি থেকে বাঁচাতে পারবে না। কিছু কিছু নির্দিষ্ট দিন এবং মাসকে আল্লাহ বিশেষ মর্যাদা দান করেছেন এবং সেই দিনগুলিতে তিনি ভালো কাজের পুরস্কার বাড়িয়ে দিয়েছেন। নির্দিষ্ট কিছু সময় এর উপর আরোপিত এ মর্যাদা মানুষের আধ্যাত্মিক অগ্রযাত্রাকে ত্বরান্বিত করে। বইটি এ সকল নিয়ম কানুন এবং স্বতন্ত্র মর্যাদা সম্বন্ধে সম্যক ধারণা সাধারণ পাঠকদের নিকট পৌঁছে দেওয়ার একটি ক্ষুদ্র প্রয়াস। কুরআনের দলিল অথবা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নির্দেশিত সহীহ সুন্নত এর বাইরে গিয়ে কোনো নির্দিষ্ট সময়কে অতিরিক্ত কোনো মর্যাদা বা বিশেষণ প্রদান করা যাবে না। পাঠকদের সুবিধার্থে আমরা আরবি মাসগুলির উল্লেখ করে, সে বিষয়ে সহীহ ও বানোয়াট কথা গুলো উল্লেখ করেছি।সালাতের পাশাপাশি এ সকল মাসের সিয়াম ও অন্যান্য ফজিলত বিষয়ক কথাগুলোও উল্লেখ করা হয়েছে। যাতে করে একজন মানুষ সহজে বুঝতে পারে, কোন একটি নির্দিষ্ট মাসে অথবা দিনে শরীয়তের দৃষ্টিতে অনুসারে কোন কোন কাজ করা যাবে এবং কোন কোন কাজ করা যাবে না।
Reviews
There are no reviews yet.