পশ্চিমা বিশ্বের দুর্গন্ধ মিশ্রিত নারীনীতির নাম নারীবাদ। যার কবলে পরে ঈমান হারা হচ্ছে শত-শত নারী ও পুরুষ। আল্লাহর দেওয়া বিধানের বাহিরে তাদের চাওয়া দুনিয়ার খাহেশাত পূরণে ব্যক্তিগত স্বাধীনতা। অথচ আল্লাহর বিধানের বাহিরে আদৌ কোনো স্বাধীনতা নেই। যা আছে কেবলই তা ক্ষতিকর—মনুষ্য সভ্যতার জন্য। আর সে ক্ষতিকর বস্তু থেকে মানুষকে এক আল্লাহর পথের আহ্বানই নুসাইবাদের কাজ। সে নুসাইবারা—যারা নুসাইবা বিনতে কাব রাদিআল্লাহু আনহার উত্তরসূরি।
Reviews
There are no reviews yet.