হযরত ইমাম তিরমিযী (র.) এ অনুচ্ছেদে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আকার-আকৃতি সম্পর্কিত পনেরটি হাদীস উল্লেখ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মাঝে যেমন উত্তম গুণাবলীর সর্বোচ্চ সমাবেশ ঘটেছিল, তেমনি তাঁর দৈহিক সৌন্দর্যও ছিল অতুলনীয়। এই সৌন্দর্য যদিও আঁকা যায় না, তথাপি নবী প্রেমে মাতােয়ারা সাহাবায়ে কেরাম নিজ নিজ উপলব্ধি অনুযায়ী মনের মাধুরি মিশিয়ে আঁকার চেষ্টা করেছেন এবং তাঁরা মাহবূব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নৈতিক গুণসুষমার সাথে সাথে দৈহিক সৌন্দর্যের মনােরম ছবিটাও পরবর্তী উম্মতের কাছে পৌছে দিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রমাধুরী উম্মতের জীবন পথের পাথেয়। আর দৈহিক সৌন্দর্যের অনুপম হুলিয়ামুবারক একজন আশিকের দগ্ধ হৃদয়ের সান্ত্বনা। হযরত ইমাম তিরমিযী এই পুস্তকে মােট চারশত হাদীস সংকলন করেছেন। এবং সেগুলােকে ছাপ্পান্নটি অনুচ্ছেদে সাজিয়েছেন।
Reviews
There are no reviews yet.