ইসলাম আল্লাহর মনােনীত একমাত্র কল্যাণময় জীবন বিধান। জীবনের অন্য সকল দিকের ন্যায় পরিবার ও পারিবারিক জীবন সম্পর্কেও ইসলামের রয়েছে নিজস্ব দৃষ্টিভঙ্গি। একজন পুরুষ ও একজন নারী কভাবে দাম্পত্য জীবন শুরু করবে, তাদের একের প্রতি অন্যের দায়িত্ব ও কর্তব্য কী হবে, তাদের পরস্পরের মধ্যে বিরােধ ও অশান্তি দেখা দিলে কিভাবে তার নিষ্পত্তি করবে ইত্যাদি সকল বিষয়েই ইসলাম দিয়েছে সুস্পষ্ট নির্দেশনা। এই বইটিতে সুখী পরিবার গঠনে একজন স্ত্রীর দায়িত্ব ও কর্তব্যকে সহজ ভাষায় সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। ‘দ্য কেয়ারিং ওয়াইফ’ নামক এই বইটি প্রিন্সিপলস অব ম্যারিজ এন্ড ক্যামিলি ইথিকস’ নামক ইংরেজি বইয়ের ছায়া অবলম্বনে নিজের মত করে লেখা হয়েছে। এই ছােট্ট বইটি যদি কোনাে স্ত্রী অধ্যয়নের আওতায় রাখেন, আশা করা যায় তার জীবন সুবিন্যস্ত হয়ে উঠবে এবং তিনি নিজের পরিবারকে সুশৃঙ্খল করার জন্য প্রয়ােজনীয় প্রেরণা পাবেনইনশাআল্লাহ। একটি বাসযােগ্য ও শান্তিপূর্ণ সুখী পরিবার গড়ে তুলতে এই বইটি সহায়ক ভূমিকা পালন করবে- ইনশাআল্লাহ। সকলের পথচলা সুন্দর হােক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সিরাতুল মুসতাকিমের পথে অটল ও অবিচল রাখুন। আমীন।। nnমােঃ মতিউর রহমান।
Reviews
There are no reviews yet.