মুখবন্ধnnআজ বড় আনন্দের দিন। প্রথম বই যেদিন প্রকাশিত হয়, সেই দিনটি যেকোনাে লেখকের জন্যই স্মরণীয় হয়ে থাকে। লেখালেখির সাথে সম্পর্ক সেই কিশাের বয়স থেকে। দেয়ালিকা, স্মারকগ্রন্থ, মাসিক-পাক্ষিক পত্রিকা—সব পেরিয়ে আজ প্রথম নিজের কোনাে বইয়ের ভূমিকা লিখতে বসেছি। কয়েকটা কাজ একসাথে শুরু করেছিলাম। একটা শেষ না হতে আরেকটা। ইতােমধ্যে পেরিয়ে গেছে কর্মজীবনের চার চারটি বছর। সব কিছুর পর অপেক্ষার প্রহর আজ শেষ হতে চলেছে।nnএকটা বিষয় ভেবে বড় আনন্দিত হই, আজ থেকে পনেরাে বছর আগেও আমাদের প্রকাশনা-জগৎ অতটা সুসমৃদ্ধ ছিল না। মােকসুদুল মুমিনীন থেকে শুরু হয়ে ঈমানদীপ্ত দাস্তান পর্যন্তই ছিল ইসলামী প্রকাশনার পরিধি। একবিংশ শতাব্দীর প্রথম দশকের মাঝামাঝি সময় থেকে মূলত বাংলাদেশে ইসলামী প্রকাশনীগুলাের উত্থান শুরু এবং মাত্র দশ বছরের মধ্যে বিশাল এক বিপ্লব সাধিত হয়েছে এই অঙ্গনে। একুশে বইমেলায় বৈষম্য করে ইসলামী প্রকাশনাগুলােকে স্টল বরাদ্দ দেওয়া হয় না, তবু বছর শেষে দেখা যায় বইয়ের বিক্রিতে তারা সাধারণ প্রকাশনা প্রতিষ্ঠানগুলাে থেকে অনেক বেশি এগিয়ে এই গল্পও এখন পুরােনাে হয়ে গেছে।
Reviews
There are no reviews yet.