আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের উপর যেমন বাহ্যিক কিছু বিধিনিষেধ আছে, তেমনই আত্মিক কিছু বিধিনিষেধও রয়েছে। শুধু বাহ্যিক বিধানগুলো পালন করলেই আমরা প্রকৃত মুমিন হতে পারব না, যতক্ষণ না অন্তরের সাথে সম্পর্কিত বিধানগুলো পালন না করব৷nশারীরিক অসুস্থতা দূর করতে আমরা যেমন ওষুধপত্র গ্রহণ করি, তেমনই আত্মিক রোগ-ব্যাধি দূর করার জন্য আমাদের তাসাওউফের প্রয়োজন রয়েছে।nবক্ষ্যমাণ বইটি আমাদের চরিত্র সংশোধন ও ভেতরগত আমলগুলো সংশোধন করতে সহায়ক হবে।
Reviews
There are no reviews yet.