দ্বিতীয় সংস্করণের ভূমিকাnnআলহামদুলিল্লাহ! অতি অল্প সময়েই প্রথম সংস্করণ শেষ হয়েছে। পাঠক মহলেও কিতাবটি যথেষ্ট সাড়া ফেলতে সক্ষম হয়েছে। আমি এতে গর্বিত এবং উৎসাহিত। দ্বিতীয় সংস্করণে কিতাবটিতে বেশকিছু সংশােধন করা হয়েছে। কিতাবটির ফ্রন্টও আগের থেকে উন্নত করা হয়েছে। এতে পূর্বের চল্লিশটি আরবী বক্তৃতার সাথে আরও তেত্রিশটি বক্তৃতা যােগ করা হয়েছে। আশা করি কিতাবটি পূর্বের তুলনায় আরও বেশি সমৃদ্ধ হবে ইনশাআল্লাহ। আল্লাহ তায়ালা কিতাবটি সবার নিটে সমাদৃত ও কল করুন। আমীন।
Reviews
There are no reviews yet.