মুসলিম উম্মাহ ও বিশ্বপরিস্থিতির ব্যাপক পটপরিবর্তন ও উত্থান পতনের ঐতিহাসিক-কালে প্রকাশিত জাতি জাগানিয়া সে এলবামগুলাের নাম ছিলাে- সীমান্ত খুলে দাও, দিনবদলের দিন এসেছে, ইঞ্চি ইঞ্চি মাটি এবং ইয়ে মেরা ওয়াতান। এরপর ২০০৮ থেকে ২০১৮ পর্যন্ত লেখা ও গাওয়া সংগীতগুলাে নিয়ে এবার প্রকাশিত হলাে এই দ্বিতীয় পর্বটি। এ বইয়ে স্থান পেয়েছে দেশ ও বহির্বিশ্বে তুমুল আলােড়ন জাগানাে- আবার যুদ্ধ হবে ও নতুন ইশতেহার আসছে এলবামের গানগুলােসহ বিশ্বনন্দিত অনবদ্য সীরাত এলবাম ‘দাস্তান-ই মুহাম্মাদ সা.’ এবং পরবর্তিতে নানা প্রেক্ষাপট ও প্রসঙ্গে প্রকাশিত আরও কিছু স্বতন্ত্র সংগীত।
Reviews
There are no reviews yet.